পকেট ভোট কী?

1 Answers   6 K

Answered 1 year ago

মানি মানে টাকা কি?জানি কি? ধরে নিচ্ছি সবাই জানি,টাকা হচ্ছে বিনিময়-মুদ্রা বা নোট।ধরে নিচ্ছি সবাই জানি, ভোট হচ্ছে মতদান।কিন্ত পকেটের টাকাকে পকেট-মানি বলে না। যেটাকা হাত-খরচের জন্য বরাদ্দ থাকে, সেটাই পকেট-মানি। কোনো রাজনৈতিক দল বা সংস্থা কিম্বা কোনো ব্যক্তির নিদিষ্ট ভৌগোলিক অঞ্চলে কিম্বা বিশেষ সম্প্রদায়ের মধ্যে যদি প্রশ্নাতীত আনুগত্য বা মতদান থাকে তাহলে সেই দল,সংস্থা কিম্বা ব্যক্তির পক্ষে সেটি হচ্ছে পকেট-ভোট।পকেট-ভোট সবসময়, রাজনৈতিক দল,সামাজিক সংস্থা কিম্বা প্রভাবশালী ব্যক্তির পক্ষে কাষ্টিং হয়ে থাকে।
Shaira Khatun
shaira985
239 Points

Popular Questions