পকেটে ৩০০০০ হাজার টাকা আছে কিভাবে কাজে লাগাতে পারি, কোথায় বিনিয়োগ করলে ভালো হয়?

1 Answers   13.5 K

Answered 2 years ago

অনেক কিছুই করতে পারেন, যেমন ভালো লাভ জনক কোন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারেন। তবে একটি কোম্পানি র থেকে তিন থেকে চারটি কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন। সেটা করবেন এস.আই. পি. পদ্ধতিতে। তাতে ক্ষতির সম্ভাবনা কমবে এবং লাভের মুখ দেখবেন। অবশ্যই চারটে কোম্পানি যেন চারটে আলাদা আলাদা সেক্টর হয়। আরেকটি জিনিস আপনাকে ব্যয় করতে হবে, সেটা হল সময়। অন্তত পাঁচ বছর।

Humayon Ahmed
humayonahmed
216 Points

Popular Questions