ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ম্যাথে অনার্স শেষ করার পর কি কি জব করা যাবে? একটা তালিকা করে দিলে উপকার হতো

1 Answers   12.5 K

Answered 2 years ago

ম্যাথ ব্যাকগ্রাউন্ড এর ছেলেমেয়েদের জন্য বাংলাদেশে শিক্ষকতা, ব্যাংক জব, আর সরকারি চাকুরী ছাড়া তেমন কোনো অপশন নেই। এগুলো সবার জন্যই ওপেন। কিন্তু আপনার গণিত স্কিল এর সাথে যদি আপনি আরো কিছু স্কিল যোগ করতে পারেন তাহলে আপনার জন্য আরও অনেক সুযোগ তৈরি হবে। ম্যাথ ব্যাকগ্রাউন্ড থাকলে কমপিউটার সায়েন্স, ডাটা সায়েন্স, একচুয়ারিয়াল সাইন্স, ম্যাথেমেটিকেল ফাইনান্স (বিদেশে), বিজনেস ইনফরমেটিক্স, ম্যাথেমেটিকেল ইকোনোমিক্স (বিদেশে) ইত্যাদি বিষয়ে মাস্টার্স করতে পারেন। তাছাড়া কিছু কিছু জব আছে যেখানে ম্যাথেমেটিকেল অপটিমাইজেশন এর প্রয়োজন হয় (যেমন: অপারেশন রিসার্স, সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি)। আপনার জন্য সেগুলোর দরজাও খোলা থাকবে। তবে আপনি যাই করেন না কেনো, একজন ম্যাথ এর গ্রাজুয়েট হিসেবে আপনার পাইথন, R, MATLAB, Mathematica, এবং ক্ষেত্রবিশেষে সি++ প্রোগ্রামিং ল্যাংগুয়েজে সলিড স্কিল থাকা উচিত।


Rion Ahmed
violet.robel387
237 Points

Popular Questions