ন্যাটো কি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যাতে রাশিয়া বাধ্য হয় পরমাণু অস্ত্র ব্যবহার করতে?

1 Answers   14.1 K

Answered 2 years ago

না ন্যাটো এমনটা চায় না।পুতিন পরমানু অস্ত্র ব্যবহার করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে।এতে তাদের সমগ্র পরিকল্পনা ব্যার্থ হবে।ন্যাটো চায় এই যুদ্ধ দীর্ঘায়িত করতে যাতে পুতিনের অবস্থান রাশিয়াতে দূর্বল হয়ে যায়।রাশিয়া বিভিন্ন ফ্রন্টে চাপের সম্মুখীন হচ্ছে।তাদের অস্ত্রের ভান্ডরও হ্রাস পাচ্ছে।

আঙ্কেল স্যামের প্রাথমিক লক্ষ্য ছিল ন্যাটোকে পুনরায় সুগঠিত করা যা পূর্ণ হয়েছে রাশিয়ার ইউক্রেন আক্রমনে।দ্বিতীয় লক্ষ্য হল পুতিন মুক্ত রাশিয়া।সেটা পূর্ণ না হলেও পুতিন যে সম্রাজ্য গত ৩০ বছরে তৈরি করেছিলেন সেটি ধ্বংস হয়ে গেছে।পুতিন নিজেই রাশিয়াতে অনেকটা দূর্বল হয়ে গেছেন।তার সঙ্গে তার সেনা কর্মকর্তাদের মতানৈক্য দেখা দিয়েছে।সর্বোপরি পুতিন পঁচা শামুকে পা দিয়ে বিপদে পড়েছেন।

Joti Khantun
jotikhatun
239 Points

Popular Questions