নিশ্চিত মৃত্যু জেনেও বঙ্গবন্ধুর খুনী মাজেদ দেশে এসেছিল কেন?

1 Answers   13.5 K

Answered 2 years ago

হয়ত উনি এমনটি আশা করেছিলেন, ঐ যে ফাসির আসামিকে জিজ্ঞাসা করা হয়না আপনার শেষ ইচ্ছেটা কি??? এবং সাধারনত আসামির শেষ ইচ্ছেটি পূরন করা হয় ইতিহাস বলে।আসামির শেষ ইচ্ছে------

" স্যার আমার ফাসির রশিতে আপনি ঝুলে পরুন"

আরে ভাই একদিন হয়ত জানা যাবে উনি ইচ্ছে করে আসেননি, কায়দার উপর এসেছেন। যে লোক ৪৬ বছর দিব্বি প্রতিবেশী রাষ্ট্রে কাটিয়ে দিতে পারলেন তিনি কেন ফাসির রশিতে ঝোলার জন্য ইচ্ছে করে দেশে আসবেন?????????

অবশ্য অন্য কারনেও আসতে পারেন শহীদের খাতায় নাম লিখাবার জন্য। অনেকে আছেন যারা অপকর্ম করেও ফাসিতে ঝুলেও নিজেদের শহীদ মনে করেন বা দাবী করেন।

যদিও মুসলমানের ধর্মে স্পষ্ট করে বলা আছে" তুমি যা সৃষ্টি করতে পারোনা,তা তুমি ধ্বংসও করতে পারো না "

তারপরেও হাতে ধরে হেলাফেলা করে শহীদের মর্যাদাটা!!!!!!

Agroni Khatun
agroni
228 Points

Popular Questions