Answered 2 years ago
আমি 2016 সাল থেকে ইউটিউবে সঙ্গে আছি। আমার অভিজ্ঞতা থেকে আমি এতোটুকুই স্পষ্ট করে বলতে পারি, আপনি পরিশ্রম না করে কোথাও থেকে কোন ফল পাবেন না।
নিজে কষ্ট করুন ভিডিও বানান সময় দিন দেখবেন একদিন আপনি সফল হয়েছেন।
যদি ইউটিউব প্লাটফর্মে কিছু করতে চান তাহলে সততার সঙ্গে এগিয়ে যান আর একটা কথা মনে রাখবেন সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই।।
আমার একটা গল্প শেয়ার করি।
আমি যখন ইউটিউবে নতুন তখন অনেক বড় বড় ইউটিউবারদের পিছনে ঘুরতাম আমার চ্যানেল প্রমোট করতে চাইতাম, তখনও আমি জানতাম না সফলতার মূলমন্ত্র হচ্ছে পরিশ্রম করা রিসার্চ করা এবং ধৈর্য ধরা। হয়তো আজ আমি কোন বড় ইউটিউবার হইনি তবে একটা পজিশনে আছি।
suriyamimpi publisher