নিজে (বাস) কিনে পরিবহন ব্যবসা করতে চাই, এর জন্য শুরুতে আমাকে কী কী করতে হবে? আমি কি লোকালভাবে চালাতে পারব নাকি মালিক সমিতিতে ভর্তি করতে হবে?
1
0
1 Answers
12.1 K
0
Answered
1 year ago
সম্পর্কিত
নিজে 1 টা (বাস) কিনে পরিবহন ব্যবসা করতে চাই, এর জন্য শুরুতে আমাকে কী কী করতে হবে? আমি কি লোকালে চালাতে পারবো নাকি কোনো মালিক সমিতিতে ভর্তি করতে হবে? কত টাকা খরচ হবে?
শুরুতে আপনাকে নগদে বা কিস্তিতে বাসের ইঞ্জিনসহ চেসিস কিনে আনতে হবে। তারপর আপনি বডি গ্যারেজে নিয়ে পছন্দ মত বডি তৈরী করাতে হবে।
এরপর BRTA সাথে যোগাযোগ করে সকল কাগজপত্র ও অনুমোদন নিতে হবে। পাশাপাশি একজন ড্রাইভার যোগাড় করুন যার সরকারি PSB বা ড্রাইভিং লাইসেন্স আছে। ড্রাইভার অবশ্যই মধ্যবয়সী দেখে নেবেন। নতুন মালিকদের ক্ষেত্রে অল্প বয়সী ড্রাইভার দিয়ে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ।
এরপরে যে রোডে চালাতে চান সে রোডের উল্লেখযোগ্য মালিক সমিতির সাথে আলাপ করুন।
shuhanur0575 publisher