Answered 2 years ago
আমাকে প্রশ্ন টি করার জন্য ধন্যবাদ জানাই। অনেকেই উত্তর দিয়েছেন। তবু আমি আমার দৃষ্টি ভঙ্গি থেকে উত্তর দিতে চেষ্টা করছি। এইগুলি করলে অহংকার যেতে পারে—
১) মাঝে মাঝে হিমালয় ভ্রমণ। সুউচ্চ হিমালয়ের সামনে দাঁড়িয়ে নিজের ক্ষুদ্রত্ব অনুভব করবেন।
২) মাঝে মাঝে সমুদ্র সৈকতে গিয়ে গভীর ভাবে দেখুন।
৩) বিশ্ব ব্রম্ভান্ডের প্রেক্ষিতে নিজের ক্ষুদ্রত্ব অনুভব করুন।
৪) হসপিটালে মরণাপন্ন রুগির শিয়রে দাঁড়িয়ে পরিণতি দেখুন।
৫) সুন্দরী অভিনেত্রীদের বৃদ্ধাবস্থার খবর জানুন।
৬) এককালের ক্ষমতাশালী নেতা বা আমলারা শেষ বয়সে কেমন আছেন খবর নিন।
৭) প্রচুর পড়াশোনা করুন।যত পড়ব তত আমরা নিজের জ্ঞানের স্বল্পতা সম্পর্কে ওয়াকিবহাল হব।
৮) নিজ ধর্মগ্রন্থে বিশ্বাস রেখেও পৃথিবীতে প্রচলিত অপরাপর ধর্ম গুলি কি বলছে জানুন।
৯) যত বেশি সংখ্যক মানুষের বিশেষ করে জ্ঞানীগুণী মানুষের সাহচর্য লাভ করুন।
১০) জীবনের ক্ষণস্থায়ীত্ব ও মৃত্যুর কথা চিন্তা করুন।
অহংকার নামক সর্বগ্রাসী রোগটি আপনার হৃদয় থেকে চিরতরে বিলুপ্ত হবে। ধন্যবাদ।
Sakib23 publisher