নিজের কাছের কোনো মানুষকে বেশি পাত্তা দেওয়ার ফলে সে এখন ইগনোর করে। এখন কী করা উচিত?

1 Answers   8.9 K

Answered 2 years ago

কাউকে বেশি পাত্তা দিতে নেই। অত্যধিক পাত্তা দিলে সে গাছে উঠতে পারে। কাজেই পাত্তা হতে হবে সামঞ্জস্যপূর্ণ। লেবু বেশি কচলালে যেমন তিতা হয়ে যায়, তেমনি কাউকে বেশি মাখামাখি করলে কিংবা কাউকে বেশি আদর যত্ন বা বেশি কেয়ার করলে সে কখনোই আপনার ভালোবাসার মর্ম বুঝবে না। কাজেই নিয়ম হলো পরিমিত পরিমাণে ভালোবাসা।

Abu Bakkar
abubakkar
262 Points

Popular Questions