নিজেকে নিয়ন্ত্রণের উপায় কী?

1 Answers   2.9 K

Answered 2 years ago

একটা ১০ মিটার রশি নিবেন তারপর একটা খুঁটি নিয়ে নিজেকে ওই খুটির সাথে বেঁধে রাখবেন।

দেখবেন খুব নিয়ন্ত্রিত হয়ে গেছেন।

দুষ্টমি করলাম ভাই কিছু মনে করবেননা।

আপনার আশপাশে অনেক লোক আছে যারা খুব পরিপক্ব আপনি তাদেরকে ফলো করুন।

কখন কেন অনিয়ন্ত্রিত হোন তার কারন খুঁজে বের করুন।

কিছু সময় নিসঙ্গতায় কাটান আর নিজেকে নিয়ে চিন্তা করুন আসলে আপনি কেমন।

বড় বড় ব্যাক্তিদের জীবনি পড়ুন। আর চিন্তা করুন তারা আপনার বয়সে থাকা অবস্থায় সময় গুলো কোথায় কিভাবে ব্যয় করেছিল। এবং তাদের চিন্তাধারা কেমন ছিল।

মুল সমস্যা হলো

জীবনে যখন সুনির্দিষ্ট নীতিমালা এবং লক্ষ্য না থাকে তখন জীবনটা অনিয়ন্ত্রিত এলোমেলো হয় এটাই স্বাভাবিক।


Rasel Rana
raselrana343
383 Points

Popular Questions