নিজেকে কিভাবে রহস্যময় করে তুলব?

1 Answers   13.1 K

Answered 2 years ago

নিজেকে রহস্যময় করে তোলা যায় কীভাবে? ৭০/৩০ রেশিও অবলম্বন করতে পারেন। কারো সাথে পরিচয় হলে তার সম্পর্কে ৭০ ভাগ জানুন এবং নিজের সম্পর্কে ৩০ ভাগ বলুন।আমরা সাধারণত ১০০/১০০ রেশিও অবলম্বন করি। নিজেকে গোপন রাখতে শিখুন। আর মাঝে মাঝে ডুব দিন।২-৪ দিন অবসর সময়ে বই পড়ুন,বাগান করুন, কোন অনলাইন কোর্স করুন এতে আপনারও মেধার ধার বাড়বে আসপাশের মানুষের মনেও রহস্য জন্মাবে।একটু আনপ্রেডিক্টেবল হতে পারেন।নিজের রুটিন ভেঙ্গে আবার নতুন রুটিন বানান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কম কাজ বেশী করুন।

Tanvir Ahmed
tanvirahmed
259 Points

Popular Questions