নিকোটিনমুক্ত সিগারেট কোথায় পাওয়া যায়? যেটা ভেষজ সিগারেট নামে পরিচিত। একজন সিগারেট আসক্তকে মুক্ত করার জন্য চাচ্ছি।

1 Answers   12.6 K

Answered 1 year ago

সম্পর্কিত প্রতিদিন কী পরিমাণ সিগারেট খেলে কেন্সার এর আশংখা থাকে? আর সিগারেট এ কি পরিমাণ ক্ষতি? এটির আসল উত্তর ছিল: প্রতিদিন কি পরিমাণ সিগারেট খেলে কেন্সার এর আশংখা থাকে? আর সিগারেট এ কি পরিমাণক্ষতি? ক্যানসার কিভাবে হয় তা আগে বুঝতে হবে।আমাদের শরীরের কোষগুলো নিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক কোষ মারা যায় এবং বিভাজনের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক কোষ আবার তৈরি হয়।মানবদেহের সব কিছুই নিয়ন্ত্রিত এবং পরিমিত-হোক সেটা কোষ বিভাজন বা রক্তচাপ বা হরমোন নিঃসরণ।যখন কোন কারণে এই কোষবিভাজনের নিয়ন্ত্রন আর থাকে না তখনই অনিয়নিয়ন্ত্রিত কোষ বিভাজন বা ক্যান্সার হয়-সেটা ফ্সফুস,পাকস্থলি বা মলদ্বার যেকোন অঙ্গের কোষের ক্ষেত্রেই হতে পারে।এখন প্রশ্ন হচ্ছে এই কোষ বিভাজনের নিয়ন্ত্রন কিভাবে হারায়?কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে কোষের কিছু রিসেপ্টর ।যখন কোন কারণে এই রিসেপ্টরগুলো ইরিটেট হয় তখনই কোষ বিভাজনের নিয়ন্ত্রন হারিয়ে ক্যান্সার কোষ বা ম্যালিগনেন্ট সেল তৈরি হয়।।সিগারেটের নিকোটিন এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক উপাদান রিসেপটরগুলোকে ইরিটেশন করে বিশেষ করে মুখ এবং ফুসফুসের কোষে।তাই ধূমপায়ীদের মুখ এবং ফুসফুস ক্যান্সার বেশি হয়।এখন এই ইরিটেশন কখন হবে তা বলা মুশকিল-পুরোটাই আল্লাহর ইচ্ছা।সেজন্যই দেখবেন যিনি কোনদিন সিগারেট খান নি তার ক্যানসার হয়েছে (অর্থাৎ এই ক্ষেত্রে তার রিসেপ্টর অন্য কারনে ইরিটেট হয়েছে)আবার যে ব্যাক্তি ২০ বছর ধরে সিগারেট খাচ্ছেন তার ক্যান্সার হয় নি(অর্থাৎ তার রিসেপ্টর কোন কারনে ইরিটেট হয় নি)।ক্যানসারের ক্ষেত্রে বংশগত কারনও দায়ী থাকে।এখন আপনি যদি খুবই অল্প পরিমান মানে দিনে ১ টা খান তাহলেও কিন্তু রিসেপ্টর ইরিটেট হতে পারে আবার ১ প্যাকেট খেলেও ইরিটেশন নাও হতে পারে।কিন্তু নিজে সচেতন থাকাই সবচেয়ে ভাল উপায়।তবে ক্যান্সার না হলেও ধূমপায়ীদের ফুসফুসের কোষ নষ্ট হয়ে যায় যা থেকে পরবর্তীতে শ্বাসকষ্ট ও অন্যান্য ফুসফুসের রোগ হয়।
Romzan Reza
romzanreza
535 Points

Popular Questions