নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে গতির সৃষ্টি হয় কিভাবে?

1 Answers   5.6 K

Answered 2 years ago

ক্রিয়ার প্রতিক্রিয়াই গতির জন্ম দেয়। মানুষ পা দিয়ে পৃথিবীকে পিছনে ঠেললে তার প্রতিক্রিয়ায় এগিয়ে যায় । গাড়ির এন্জিন চালু করলে চাকাটি ঘোরার চেষ্টা করতে গিয়ে পৃথিবীকে পিছনে ঠেলে ফলে প্রতিক্রিয়ায় এগিয়ে যায় ।প্লেনের এঞ্জিন চালু হলে এর ঘূর্নীয়মান ব্লেড বাতাসকে জোরে পিছনে ঠেলে ৷ ফলে প্রতিক্রিয়ায় উড়ে যায়। জাহাজের প্রপেলরও এই একই কাজ করে ।এই ভাবে এই রকম প্রতিটি বল প্রয়োগের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়ায় গতির সৃষ্টি হয় ।


rahatrana
rahatrana
203 Points

Popular Questions