নিউক্লিয়ার ফিউশনে নিউক্লিয়াস তো একে অপরকে বিকর্ষণ করার কথা কিন্তু তারা একত্রে নতুন নিউক্লিয়াস তৈরী করে কিভাবে? কোয়ান্টাম মেকানিক্স (কোয়ান্টাম টানেলিং) অনুসারে একটু ব্যাখ্যা করবেন কি?

1 Answers   10.2 K

Answered 2 years ago

আমি নিজে কোয়ান্টাম মেকানিক্স খুব ভালো বুঝি না। সুতরাং আমার উত্তরে ভুল থাকা অস্বাভাবিক কিছু না। ভুল কিছু নজরে পড়লে আমাকে ধরিয়ে দেবেন প্লিজ।


শুধু ফিউশনের ক্ষেত্রে না, আমরা যদি সাধারণ একটা নিউক্লিয়াসের দিকেও তাকাই, তাহলেও আমরা দেখতে পাব, যে একই চার্জে চার্জিত প্রোটন পরস্পর ঠাসাঠাসি করে আছে। কিন্তু যারা একদম সাধারণ পদার্থবিদ্যাও জানে, তারা বুঝবে যে আমরা যদি কুলম্বের ল মেনে নেই, তাহলে এটা অসম্ভব। বরং প্রবল বিকর্ষণে নিউক্লিয়াস টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে তা হয় না। কুলম্বের সূত্রও ঠিক, আবার নিউক্লিয়াসের বৈশিষ্ট্যও ঠিক। তাহলে এই ধাঁধার সমাধান কি?


আসলে মৌলিক বল ৪ ধরণের (৩ ধরণেরও বলতে পারেন)। বলের বাহক হিসেবে কাজ করে কিছু বিনিময় কণা (মহাকর্ষ বলের কোনো কণার অস্তিত্ব এখনো প্রমাণিত হয়নি)। নিউক্লিয়াস গঠিত প্রোটন দিয়ে, যা ২ টি আপ এবং ১ টি ডাউন কোয়ার্ক দিয়ে গঠিত এবং নিউট্রন দিয়ে, যা ২ টি ডাউন ও একটি আপ কোয়ার্ক দিয়ে গঠিত। এখানে মজার ব্যাপার হচ্ছে, এই কোয়ার্করা যখন কোনো কিছু গঠন করে, তখন এরা ৩ টি একসাথে মিলে গঠন করে। আপনি কখনো কোনো একক কোয়ার্ক কোথাও প্রাকৃতিকভাবে খুঁজে পাবেন না। কারণ, আপনি যখন কোনো কোয়ার্ক কে তার বাকি বন্ধুদের নিকট থেকে বিচ্ছিন্ন করতে চাইবেন, তখন সেটা যত দূরে যেতে থাকবে, তার বল ততই বাড়তে থাকবে। এই ব্যাপারটাকে বলে Assymptomatic freedom. আর এই বলকে বলে Strong Nuclear Force. এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালি বল। এটা তড়িৎচুম্বকীয় বল অপেক্ষা বহুগুণে শক্তিশালি। কিন্তু এর রেঞ্জ খুবই ছোট।


এবার আসি আপনার প্রশ্নে। যখন আপনি কোনো নিউক্লিয়াসকে অন্য কোনো নিউক্লিয়াসে ছুঁড়ে মারবেন, তখন সেটা যদি কোনোভাবে Strong Nuclear Force এর রেঞ্জে আটকে ফেলতে পারেন, তাহলেই কেল্লাফতে। আপনার ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্সের চেয়েও শক্তিশালি Strong Nuclear Force আপনার হয়ে নিউক্লিয়ার ফিউশন ঘটিয়ে দেবে, আর আপনাকে প্রচুর পরিমাণ শক্তি উপহার দেবে।


Kalam Biswas
Kalam Biswas
566 Points

Popular Questions