নাস্তিক মানে কী?

1 Answers   10.9 K

Answered 2 years ago

নাস্তিক বলা হয় তাদেরকে যারা সৃষ্টিকর্তা বা ধর্মের প্রতি বিশ্বাসী না। আর এটা সব ধর্মের ক্ষেত্রে। তারা একটু মুক্তমনা স্বভাবের হয়ে থাকে। আর তাদের মতে পৃথিবীতে ধর্ম বলতে কিছুই নেই সব মানুষের সৃষ্টি করা। এছাড়াও তারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা বলতে কেউ-ই নাই, পৃথিবী তার প্রাকৃতিক নিয়মেই চলমান।

সহজভাবে বললে নাস্তিকতার মানে এটাই। যদিও আমাদের দেশের নাস্তিকরা অনেকটা এর বিপরীতে অবস্থান করে। কারণ আমরা জানি নাস্তিক মানে হচ্ছে তারা যারা কোনো ধর্মে বিশ্বাস করে না। অথচ পৃথিবীর বহু নাস্তিকদেরই আর কোনো ধর্ম নিয়ে তেমন কোনো সমস্যা হয় না যত সমস্যা থাকে তাদের ইসলাম নিয়ে।

আশাকরি বুঝাতে পেরেছি।

Rasel
Rasel
312 Points

Popular Questions