নাস্তিক আসিফ মহিউদ্দীন সম্পর্কে আপনার কী মতামত?

1 Answers   4 K

Answered 2 years ago

আমি তাকে একজন বাটপার ক্যাটাগরিতে রাখবো। আমি অনেককালই তার লিখা পড়েছি [ফেসবুকে] । তার প্রত্যেকটা লিখাতেই ইসলাম বিদ্বেষী একটা মনোভাব এবং সেটা সরাসরি মানুষের মনে আঘাত করার মতো। মাঝে মধ্যে তাকে জার্মানীর বিভিন্ন নাস্তিকবাদী কনফারেন্সে যেতে দেখি। নিজেকে সেইসময় তিনি জার্মান পরিচয় দিতেই যেনো ভালোবাসেন! বুকের উপর খুব বড় করে লিখা থাকে 'জার্মানী' আর ছোট করে 'বাংলাদেশ'।

এখন নিশ্চয় প্রশ্ন করবেন-একজন নাস্তিক নিজেকে বাংলাদেশী হিসেবে রিপ্রেজেন্ট করলে কি খুব কোন লাভ হবে বাংলাদেশের?

-আমি বলবো 'না' হবেনা! বরং আমি এই বুঝাতে চাচ্ছি যে - নিজেকে প্রতিষ্টা করার জন্য এইসব মুখে ফেনা তোলা এইসব ভন্ড দেশপ্রেমিকেরা নিজের জন্যে নিজের দেশটাকেও ভুলে যেতে পারে!

Rumi Akter
Rumi
406 Points

Popular Questions