Answered 2 years ago
আমার দেখাটাই বলি।
যাঁরা বুদ্ধি দিয়ে নাস্তিক তাঁরা মৃত্যুর আগেই লেখাপড়া করে শরীরের সবটা এখানে সেখানে দান করে দেন।
যাঁরা হৃদয় দিয়ে নাস্তিক তাঁরা মৃত্যুর পরে কি হবে এনিয়ে একেবারেই ভাবিত নন। ফলে তাঁরা মারা যাবার পর তাঁদের পরিবার নিজেদের তাঁদের সৎকার করে। স্বাভাবিকভাবেই তাঁরা পারিবারিক ধর্ম অনুসারেই সৎকার করেন। সেটাই সহজ।
বিভিন্ন দেশে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুদের সাথে নাস্তিকদেরও পুড়িয়ে ফেলা হয়। সেটা আমাদের এদিককার দেশগুলোর জন্যে প্রযোজ্য নয়।
Nadim publisher