নালন্দা বিশ্ববিদ্যালয়কে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বলা হয় কেন?

1 Answers   7.3 K

Answered 2 years ago

এই সব চ্যাংড়া ছোকরা দের কথায় কান দেবেন না , দেরশো বছর আগে বিখ্যাত জার্মান দার্শনিক ম্যাক্স মূলার এর উত্তর দিয়ে গেছেন । কষ্ট করে ইতিহাস পড়ুন ।

" If I were asked under what sky the human mind has most fully developed some of it's choicest gifts , has deeply pondered on the greatest problems of life , and has found solutions , I should point to India " Max Mueller .

এই সব শ্রেষ্ঠ প্রাচীন গুণী শিক্ষক দের জন্য নালন্দা তক্ষশীলা বিখ্যাত ।

নালননদার ও আগে নৈমিশআরণ্যে বিশ্ববিদ্যালয় ছিল । সারা পৃথিবী থেকে সত্য সন্ধানী পরিব্রাজক এরা এ সব বিশ্ব বিদ্যালয়ের কথা লিখে গেছেন । অবশ্য সে যুগে পায় হেঁটে হাজার হাজার মাইল পথ পার হয়ে খুব অল্প সংখ্যক মানুষই আসতো । তাঁদের লেখা থেকে আর এদেশের ঋষিদের লেখা থেকে , বৌদ্ধ শাস্ত্র তন্ত্র শাস্ত্র থেকে আর পরিত্যক্ত ধ্বংসাবশেষ থেকে অনেক কিছু জানা যায় ।

Piyas Ahmed
piyasahmed
460 Points

Popular Questions