নারী চরিত্র বেজায় জটিল, বয়স পরিবর্তনের সাথে সাথে তাদের মনের পরিবর্তন ঘটে । সুতরাং নারীর একটি মাত্র ছবি সব বয়সে প্রযোজ্য নয় । পুরুষরা অনেকেই তাই ভুল করে ৷

1 Answers   13.7 K

Answered 1 year ago

নারী চরিত্র বেজায় জটিল, বয়স পরিবর্তনের সাথে সাথে তাদের মনের পরিবর্তন ঘটে । সুতরাং নারীর একটি মাত্র ছবি সব বয়সে প্রযোজ্য নয় । পুরুষরা অনেকেই তাই ভুল করে ৷ 18 বছর বয়সী মহিলা পছন্দ করেন " সুদর্শন পুরুষ " 25 বছর বয়সী মহিলা পছন্দ করেন " পরিণত পুরুষ " 30 বছর বয়সী মহিলা পছন্দ করেন " সফল পুরুষ " 40 বছর বয়সী মহিলা পছন্দ করেন " প্রতিষ্ঠিত পুরুষ " 50 বছর বয়সী মহিলা পছন্দ করেন " ভালোবাসা দেওয়ার পুরুষ " 60 বছর বয়সী মহিলা পছন্দ করেন " সাপোর্টিং পুরুষ " 80 বছর বয়সী মহিলা পছন্দ করেন " ধর্ম কথা শোনাবে এমন পুরুষ " 90 বছর বয়সী মহিলা পছন্দ করেন " ঈশ্বর সেবায় বিশ্বাসী পুরুষ পুরুষের চরিত্র কিন্তু বয়সের সাথে বদলায় না ।আজীবন সেই প্রথম দিনটিতে শেখান মন্ত্রটি বলে যায়,''যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব" ৷ ঠিক বললাম তো ?
Zahir Ahmed
zahirahmed
335 Points

Popular Questions