Answered 3 years ago
নারকেল ও নারিকেল এর মাঝে পার্থক্য নেই, লিপিগত পার্থক্য ছাড়া। তবে "নারকেল" শব্দটি বেশি ব্যবহৃত হয় ।
নারিকেল, নারকোল, নারকেল বা ডাব।
বৈজ্ঞানিক নাম: Cocos nucifera.
পাম গাছের পরিবারের (আরেকেসি) সদস্য ও ""কোকোস"" গণের একমাত্র জীবিত প্রজাতি। "নারকেল" শব্দটি পুরো নারকেল, বীজ বা ফলকে বোঝায়, যা উদ্ভিদগতভাবে বাদাম নয়, বরং শাঁসালো ফল।
fensinahar publisher