Answered 2 years ago
নামাজ এর চেয়ে উত্তম এর তালিকা বড়ই দীর্ঘ।
১) ইসলাম এর বিরুদ্ধে না হলে পিতা মাতাকে ত্যাগ না করা।
২) নিকট এতিম আত্নীয়কে পরিত্যাগ না করা।
৩) প্রতিবেশীর স্ত্রীর দিকে কামনার দৃষ্টিতে না দেখা।
৪) গরীব মানুষদের যথাসাধ্য সাহায্য করা ।
৫) মিথ্যা কথা বা মিথ্যা সাক্ষ্য না দেওয়া যদিওবা তা পিতা বা ভাই এর বিরুদ্ধে যায়।
৬) পরিমাপে বেশি বা কম না করা।
৭) স্ত্রী ব্যাতিত কারো নিকট লজ্জা স্থান প্রদর্শন না করা।
৮) হক তার অধিকারীর নিকট বুঝিয়ে দেওয়া।
এরূপ একাধিক কাজ রয়েছে তা নামাজ আদায় করার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ।
rabiyakhatun publisher