Answered 1 year ago
আমার কাছে নাজমুল হাসান পাপনকে বিসিবির অযোগ্য
একজন সভাপতি মনে হয়। আসলে, আমাদের দেশে নিজ থেকে পদত্যাগের কোনো সংস্কৃতি
নেই। এত সমালোচনা, এত গালিগালাজ তারপরও পাপন নামক কমিটির কোনো অনুশোচনা
নেই। একথা সবাই জানে যে, তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়াতে বাংলাদেশ ক্রিকেট দলের কী লাভ বা ক্ষতি হয়েছে মনে করেন? CRICFANN সহ আরো কয়েকটি সোর্স থেকে জানা যায়, বাংলাদেশের ক্রিকেট বোর্ড সবথেকে দামি ক্রিকেট বোর্ডের মধ্যে ৫ম স্থান অবস্থান করেছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের অবস্থা বিশেষ করে টি-টুয়েন্টি এবং টেস্ট ম্যাচের ক্ষেত্রে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের চাইতেও জঘন্যতম। [ পাপন থাকলে ওয়ান-ডে এর অবস্থাও খারাপ হবে ] সকল
ক্ষেত্রে ভারতকে অনুসরণ করলেও এই ক্রিকেটের ক্ষেত্রে ভারতের ধারেকাছেও নেই
বাংলাদেশ। আপনারা ভারতের ক্রিকেট বোর্ডের দিকে তাকান। বর্তমান প্রেসিডেন্ট
রজার বিনি যিনি একসময়ে ছিলেন ভারতের সাবেক একজন অলরাউন্ডার ক্রিকেটার। এর আগে ছিলেন ভারতের অন্যতম সেরা ওপেনার ও ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী। দেশের ক্রিকেটের জন্য যতটুকু করা দরকার তারা তা করেছেন এবং করতেছেন। আর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পাপন সাহেব ক্রিকেটকে উনার পৈতৃক সম্পত্তি মনে করেন। উনার অনুসারীরাও উনার ব্যতিক্রম নয়।
monikaahmed publisher