এটির আসল উত্তর ছিল: নাকের মাংস বাড়লে করনীয় কী করতে পারি?
নাকের মাংস বাড়লে আপনি কিছুদিন হোমিওপ্যাথি চিকিৎসা নিন। আপনার জন্য শুভ হবে। আপনি যদি দ্রুত মাংস মুক্ত হতে চান তাহলে অপারেশন করিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে বিষয়টি কতটুকু নিরাপদ হবে আপনার জন্য সেটা বলতে পারছি না কারণ অনেককেই দেখেছি হোমিও চিকিৎসায় ধৈর্যচ্যুত হয়ে অপারেশন করিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার এক মামাত ভাইকে দেখেছি অপারেশন করিয়ে পরে সুস্থ না হয়ে বরং ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা গিয়াছেন।
আপনার পরিচিত অভিজ্ঞ কোনো হোমিপ্যাথি চিকিৎসক থাকলে তার শরণাপন্ন হন। উপকৃত হবেন, ইনশাআল্লাহ্।
হোমিওপ্যাথিতে রোগের নামের সাথে সদৃশ কোন ঔষধ নাই বললেই চলে। এটা একটা লাক্ষণিক চিকিৎিসা ব্যবস্থা।কাজেই বিভিন্ন লক্ষণ বিবেচনা করে ঔষধ নির্বাচন করতে হয়। সেজন্য রোগীর সাথে বিভিন্ন লক্ষণ নিয়ে আলোচনা না করে চিচিৎসা দেয়া সম্ভব হয় না। এবং দিলেও তাতে ভাল ফল হওয়ার সম্ভাবনা কম থাকে। ধন্যবাদ
oishe publisher