নব-দম্পত্তির ভ্রমণের জন্য কোন দেশগুলো নিরাপদ?

1 Answers   1.7 K

Answered 2 years ago

আমি ধরে নিচ্ছি প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন বাঙ্গালি দম্পতির জন্য কোন দেশ গুলো নিরাপদ।

বাংলাদেশের আশেপাশের দেশুগুলোর মধ্যে আমি নেপাল এবং শ্রীলঙ্কায় প্রেমিকা সহ মাসের পর মাস ঘুরে বেড়িয়েছি। সেই সময় আয়-উপার্জন কম ছিল। ব্যাকপ্যাকারের বাজেটে চলতাম দুইজনই। লোকাল বাস, ট্রেনে সাধারণ সিট, একতারা হোটেলে থাকা, স্থানীয় লোকের মত ডাল-ভাত-তরকারির হোটেলে খাওয়া -- এসব করে কাটিয়েছি। কখনো অনিরাপদ বোধ করিনি। বিবাহিত দম্পতিরাও নিরাপদে ভ্রমণ করতে পারবেন।

ভারতেও আমরা কয়েকমাস ব্যাকপ্যাকিং করেছি। কিন্তু চোখ বন্ধ করে নব দম্পতিদের ভ্রমনের জন্য নিরাপদ বলতে পারছি না। ভারত বিশাল দেশ, বিভিন্ন অঞ্চলে মানুষজনের মনোভাব এক রকম না। তাই ঢালাওভাবে ভারত সম্পর্কে কিছু বলা ঠিক না। ভারতেই এক স্থানে আমার প্রেমিকাকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছিল, দুই বার। আবার ভারতেই বিভিন্ন স্থানে আমরা কয়েকজন খাঁটি বন্ধু খুঁজে পেয়েছি। নতুন দম্পতিদের জন্য আমার পরামর্শ হবে ভারতের কোথাও ভ্রমণে যেতে চাইলে ভাল করে গবেষণা করে যাবেন। বাংলাদেশি হিসেবে ভ্রমনের জন্য ভারত দেশটা ট্রিকি। যদি আপনার পরিচিত ভারতবাসী কেউ থাকে, তাদের সাথে আলোচনা করে নিতে পারেন।

একটু দূরের দেশ যদি যেতে চান, দক্ষিণ-পূর্ব এশিয়ার সবগুলো দেশই নিরাপদ। সিঙ্গাপুর সবচেয়ে নিরাপদ বলতে হবে। মালয়শিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে বড়সড় পর্যটন শিল্প চলছে। পর্যটকদের নিরাপত্তা সেসব দেশে বেশ ভাল।

Rabiya Khatun
rabiyakhatun
482 Points

Popular Questions