Answered 2 years ago
২০১৪ সালে নাসার একটা অবজারভেশনের মতে, ভূমিতে সমুদ্রের তুলনায় ১০ গুন বেশি বজ্রপাত হয়। সেটা অবশ্য আবহাওয়াগত কিছু কারনেই ঘটে। সে যাই হোক, পানিতে বজ্রপাত হলে মাছ কিংবা অন্যান্য জলজ প্রানীর ক্ষতি হয় না কেন?
বৈজ্ঞানিক সুন্দর একটি ব্যাখা কিন্তু এতে কাজ করছে। পানি, বাতাসের চেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহক। বজ্রপাত যখন পানিতে পড়ে, তখন সেটার শক্তিটুকু পানির গভীরের স্তরে যাওয়ার চেয়ে আনুভূমিকভাবে বেশি ছড়িয়ে যায়। সেটা অবশ্য পানির রাসায়নিক গঠনের জন্যই হয়। ফলে বজ্রপাতের একটা ঝটকা পানির কয়েকফুট গভীর পর্যন্ত টের পাওয়া যায়। আর বেশিরভাগ মাছ যেহেতু পানির গভীরেই থাকে, তাই তেমন ক্ষয়ক্ষতি হয়না।
তবে ক্ষয়ক্ষতি যে একেবারেই হয়না, তা নয়। কোনো মাছ বা জলজ প্রানী যদি বজ্রপাতের সময় একদম সমুদ্রের পৃষ্ঠে থাকে, তবে তীব্রতা বিশেষে মারাও যেতে পারে।
liton publisher