Answered 2 years ago
ভাই, এ তথ্য আপনি কোথায় পেলেন যে নদীর স্রোত যেদিকে, বাতাস ঠিক তার বিপরীতমুখী। পৃথিবীর যে অংশে আমরা বাস করি, তার জলবায়ু পর্যালোচনা করলে দেখা যায় যে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আবার শীতকালে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হয়। দিনে দু-বার জোয়ার ভাটা হয়। অর্থাৎ জোয়ারের সময়ে সমুদ্র থেকে জল নদীতে ঢোকে। বাংলাদেশের দখিনে সমুদ্র অবস্থিত। জোয়ারের সময় দক্ষিণ দিক থেকে স্রোত প্রবাহিত হয়ে উত্তর দিকে অগ্রসর হয়। আবার ভাটার সময়ে নদীর স্রোত উত্তর দিক থেকে দক্ষিণে যায়। সেই সময়ে বাতাস স্রোতের অনুকূলে বইতে পারে, প্রতিকূলেও বইতে পারে। আবার উত্তর বঙ্গের নদ নদীতে যেখানে জোয়ারভাটা খেলে না, সেখানে স্রোত একমূখী। সেক্ষেত্রে আপনার দেওয়া তথ্য সঠিক নয়। ধন্যবাদ।
bivorshaim publisher