Answered 3 years ago
না, ব্যবহারের আগেই ৮ ঘন্টা চার্জ দিয়ে রাখতে হবে এমন কোনো নিয়ম নেই। অন্তত এখানকার যে নতুন পদ্ধতি (Technology) ব্যবহার করে নির্মাতারা। যদিও আগে এটা বিক্রেতারা সাজেস্ট করতেন। আসল কারণ তাদের জানা ছিল কিনা জানি না, তবে অভিজ্ঞতা থেকে তাঁরা বলতেন। আমাকেও বলেছিলেন। পরে জেনেছিলাম আসল কারণটা। কারণ হচ্ছে যে, আগে যেই ব্যাটারি ব্যবহার করত, সেগুলো নিজের থেকেই ডিসচার্জ হয়ে যেত। ফলে প্যাকেজিং এর পরে মোবাইল কেনার সময় (প্রায় 2–3 মাস পরে) চার্জ থাকতো না। তাই বলা হত যে, ব্যবহার করার আগেই চার্জ দিয়ে দেবেন। আর তাছাড়া, অনেকদিন ধরেই ফোন idle থাকার ফলে, অভ্যন্তরীণ সেলগুলো ইনএক্টিভ হয়ে যেত। চার্জ দেওয়ার ফলে সেলগুলো উজ্জীবিত হয়ে যায় এবং কাজ ঠিকঠাক করা শুরু করে।
বর্তমানে প্রয়োজন হয় না। একটু আগেই তা বললাম। নতুন ফোনে প্রায় ৪০%-৫০% চার্জ থেকেই থাকে। তাই আমি তো চার্জ দেইনি ফোন। আর প্রত্যেকটা ব্যাটারির নিজস্ব কিছু "সাইকেল" বর্তমান (প্রায় ওই ১০০০ এর মত)। একটা সাইকেলবলতে ব্যাটারি ফুল চার্জ থেকে ফুল ডিসচার্জ হওয়া। অর্থাৎ ধরুন, আপনি আপনার ফোনকে ১০০% চার্জ দিয়ে ব্যবহার করা শুরু করলেন এবং আবার আপনার ফোনকে চার্জে দিলেন যখন আপনার ফোন ১৫%। অর্থাৎ আপনার একটা সাইকেল গেল। কিন্তু আপনি যদি মাঝে, ধরুন ৫০% এ আবার চার্জ দিলেন, কিন্তু তখন আপনার আবার একটা সাইকেল নষ্ট হল। তাই চেষ্টা করা উচিৎ যাতে মাঝে চার্জ দিতে না হয়। আমি যেমন করার চেষ্টা করি ২০% চার্জ থাকতে চার্জ দেই আর ৮৫%-৯০% চার্জ হয়ে গেলে বন্ধ করে দেই। এতে আপনার ফোন বেশি লাস্ট করবে। তো আপনিও করে দেখুন আর জানান।
sojibsahriar publisher