নতুন মোবাইল কিনেছি। মোবাইল রেখে যখন ৫ মিনিটের জন্য চলে যাই, এসে দেখি ২% চার্জ নেই। এখন কী করব?

1 Answers   9.9 K

Answered 3 years ago

হয়তো ব্যাটারির এম্পিয়ার বেশি এজন্য চার্জ হতে সময় নিচ্ছে, তাড়াতাড়ি চার্জ নিলেই যে ব্যাটারি ভালো এর কোন যুক্তি আছে কি?

আমার ফোনের ব্যাটারির এম্পিয়ার হলো ৫০০০,

৫ মিনিটে চার্জ হয় ৩% এতে কি আমার ব্যাটারি তে সমস্যা না মোটেও না তবে

আপনি এক কাজ করতে পারেন ফ্লাইট মুড অন করে চার্জ দিবেন তাহলে তারাতারি চার্জ হবে, আমি অনেক দিন থেকে ফ্লাইট মুড অন করে চার্জ দি বেশ তারাতারি চার্জ হয়।

Tripty Khan
triptykhan
581 Points

Popular Questions