নতুন বউ কিভাবে তার স্বামীকে খুশি রাখতে পারে ?

1 Answers   7.4 K

Answered 2 years ago

নতুন বউ যদি তার স্বামীকে নিজের সব চেয়ে কাছের মানুষ করে নিতে পারে তাহলেই সেই স্বামী সব চেয়ে বেশি খুশি হয়। তাকে আপনার মনের কথা প্রাণ খুলে আপনার স্বামীকে বলুন। আপনার পছন্দ না পছন্দ তাকে বলুন, সাথে উনার পছন্দ না পছন্দটা জানার চেষ্টা করুন। হতে পারে আপনার পছন্দের সাথে উনার পছন্দের কিছুটা বিপরীতধর্মী। তাই বলে সেটাকে নিজেই মানিয়ে নিয়ে তার সাথে গা ভাসিয়ে দিন। তবে হ্যা সে যদি কোনো ভুল করে বা ভুল পথে চলে তবে তাকে আদরের সাথে বিঝানোর চেষ্টা করুন। সুখ দুখ সব সময় আপনি তার সাথে আছেন এইটা তাকে বুঝতে দিন। দেখবেন আপনি আপনার স্বামীর কাছে শ্রেষ্ঠ স্ত্রী হয়ে উঠবেন।

Ria Khatun
riakhatun
264 Points

Popular Questions