Answered 2 years ago
না, তবে অনেকে লুকিয়ে নেয় বইয়ের ফাঁকে। ব্যাগ পরিষ্কার প্লাস্টিকের হওয়াতে বইয়ের মাঝে না রাখলে গার্ডরা দেখে ফেলতে পারে। তবে ক্লাসে ধরা পড়লে শাস্তি পেতে হবে এবং ফোন বাজেয়াপ্ত করা হবে পাশ করে বের হওয়া অবদি। আমার এক বন্ধুর নোকিয়া E7 তো ৪ তলার জানালা দিয়ে ছুড়ে বাইরে ফেলে দিয়েছিলেন এক শিক্ষক।
aminaforid publisher