Answered 1 year ago
একজন
ধার্মিকও খুব ভালোভাবেই উগ্রবাদী হতে পারেন। শুধু ধার্মিক হলেই যে কেউ
উগ্রবাদী হবে না ,তা সঠিক কোন অনুমান বলে মনে হচ্ছে না।তবে ধার্মিক হওয়ার
আগে মানুষকে উদার ,গণতান্ত্রিক এবং সহনীয় মূল্যবোধের অধিকারী হতে হবে।
একজন ধার্মিক যদি উদার এবং মুক্তমনের অধিকারী না হন তাহলে তার পক্ষেও যে
কোনো সময় উগ্রবাদী হয়ে যাওয়া সম্ভব। 'ধর্ম
উগ্রবাদকে সমর্থন করে না 'কথাটা শতভাগ সঠিক মনে হচ্ছে না। ধর্মের এমন কিছু
ব্যাপার-স্যাপার এবং কায়দা-কানুন আছে, যা প্রকারান্তরে উগ্রবাদকে উস্কে
দেয় ।ধর্ম যদি উগ্রবাদকে সমর্থন না ই-বা করতো, তাহলে ধর্মের নামে এত এত
উগ্রবাদ কেন? এবং সে উগ্রবাদকে জাস্টিফাই করার জন্য অনেক ধর্মীয় বয়ানও
কেন অনলাইনে দেখতে পাওয়া যায়?
Rumi publisher