ধাঁধা-এর ইংরেজি কী হবে?

1 Answers   10.4 K

Answered 2 years ago

উপরোক্ত প্রশ্ন করার জন্য ধন্যবাদ ।

ধাঁধার ইংরেজি হচ্ছে " Riddle " আলিপ রহমান সাহেব লিখেছেন " Puzzle "।

Riddle আর Puzzle এর মধ্যে মুখ্য পার্থক্য:-

Riddle এ অনেক গভীর চিন্তা করতে হয় । অনেক সময় গণিতের জ্ঞান থাকা আবশ্যক।

Puzzle:- এতে গভীর চিন্তা ও গণিতের খুব একটা জ্ঞানের প্রয়োজন নেই । যেমন একটা ছবিকে কেটে অনেক টুকরো করা হয়েছে । এই টুকরোগুলিকে ঠিকমত সাজিয়ে আবার সেই ছবিতে পৌঁছানো ।

যে ধাঁধা কঠিন ও অনেক বিচার-সাপেক্ষ সেগুলি " Riddle "।

Ripon Ahmed
Ripon Ahmed
593 Points

Popular Questions