Answered 2 years ago
এটা খুব কষ্ট কর এক পরিস্থিতি। মাথার উপর থেকে হঠাৎ একদিন ছাদ টা সরে গেলে সেটা মেনে নেওয়া খুব কঠিন। অর্থ এবং লোকবল ছাড়া এই পৃথিবীতে বাঁচা খুব কঠিন।
কিন্তু জীবনকে বয়ে চলতেই হবে। তাই পরিবার পরিজন তাজ্য করে দিলে নিজেকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে। আর এটাও মনে রাখতে হবে, যে পরিবার বিপদের মুখে ঠেলে দিয়ে মুখ ফিরিয়ে নিতে পারে, তারা কোনোদিন আত্মীয় পরিজন ছিলই না। রক্তের সম্পর্কই সব কিছু নয়। আত্মার সম্পর্কই আসল।
মৃত্যু হল জীবনের সব থেকে বড় সত্যি। জন্মিলে মরিতে হবেই। তাই মৃত্যু চিন্তা কোনো সমস্যার সমাধান নয় ।
জীবনের পথ যতই বন্ধুর হোক, সেই পথ বেয়ে এগিয়ে যেতে হবে। পথে নামলেই সাথী পাওয়া যায়। নদী যেমন বহু বাঁধা পেরিয়ে এগিয়ে যায় নিজ লক্ষ্যে অবিচল, আমাদেরও যেতে হবে। মাথায় রাখতে হবে কবি গুরুর কথা, "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।"
talhasetu publisher