ধরুন, আপনি ক্রিকেট দলের অধিনায়ক। প্রতিপক্ষের শেষ ওভারে ১২ রান প্রয়োজন। আপনার হাতে তিনজন বোলার। মুস্তাফিজ, বুমরাহ, শাহিন আফ্রিদি। আপনি কাকে দিয়ে বল করাবেন? এবং কেন?

1 Answers   13.5 K

Answered 3 years ago

নিরপেক্ষভাবে বুমরাহ এমনও হতে পারে এদের কেউই পারবেনা তখন স্ট্রাক বা আর্চারের কথাই বলা যায় আর মুস্তাফিজ বর্তমানে ফর্ম খারাপ।মিরপুরে স্লো বোল করা ছাড়া সে তেমন আহমারি পারফর্ম করে না সে ইউকার মারতেও ভালো পারে না।তবে শাহীন আফ্রিদিও ভালো পারফরম্যান্স করবে


Sakib Ahmed
ahmedsakib
245 Points

Popular Questions