ধরুন,আপনি লিফটে আছেন। হঠাৎ লিফট ছিঁড়ে নিচে পড়তে থাকলে কী করবেন?

1 Answers   9.6 K

Answered 2 years ago

লিফট ছিঁড়ে পড়ছে বুঝতে পারলেই প্রথমে আমি লিফটের মেঝেতে শুয়ে পড়বো। মাটি স্পর্শ করার সাথে সাথে যে আঘাত হওয়ার কথা ছিল, তা শুয়ে পড়ার ফলে বেশি ক্ষেত্রফল জুড়ে প্রভাব দেবে । যার ফলে ক্ষতি কম হবে। দাঁড়িয়ে না থাকার জন্য লিফটের উপরিতলে মাথায় চোট পাওয়া থেকে নিজেকে বাঁচানো যাবে।


nazninahmed
nazninahmed
301 Points

Popular Questions