লিফট ছিঁড়ে পড়ছে বুঝতে পারলেই প্রথমে আমি লিফটের মেঝেতে শুয়ে পড়বো। মাটি স্পর্শ করার সাথে সাথে যে আঘাত হওয়ার কথা ছিল, তা শুয়ে পড়ার ফলে বেশি ক্ষেত্রফল জুড়ে প্রভাব দেবে । যার ফলে ক্ষতি কম হবে। দাঁড়িয়ে না থাকার জন্য লিফটের উপরিতলে মাথায় চোট পাওয়া থেকে নিজেকে বাঁচানো যাবে।
nazninahmed publisher