Answered 2 years ago
আপনার এই কথাগুলো আমার ঠিকঠাক মনে হলো না।
এক/আপনি চোখের ডাক্তার কেন দেখিয়েছিলেন?? দেখতে কোনো অসুবিধা না হলে শুধু মাথা ব্যাথার জন্য চোখের ডাক্তার কেন????
দুই/ আপনি নাককানগলা বিশেষজ্ঞ কেন দেখিয়েছিলেন??? মাথাব্যথার সাথে কি গলা, কান নাকে কিছু হয়েছিল যদি না হয় তাহলে কেন গেলেন????
তিন / সকল পরীক্ষা করেছি বলতে কি ?? সেগুলো কি ছিল সেই সকল পরীক্ষার ফলাফল কি এসেছিলো সেটা লেখেন নি।।
চার/ এমনি এমনি কারোর মাথাব্যথা করে না একটা কারণ থাকে সাধারণত সেই কারণ খুব সহজ সরল বেশিরভাগ ক্ষেত্রে, আবার কারোর কারোর ক্ষেত্রে জটিল হতে পারে।
**মাথাব্যথার সাম্ভাব্য কারন----
সাধারণ ঠান্ডা বা খুব গরম থেকে হতে পারে,
সাইনাসের সমস্যা থেকে,
সর্দি কিম্বা জ্বর সাথে মাথাব্যথা,
অতিরিক্ত সময় ধরে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করলে।
চোখের সমস্যা থাকলে বা চশমার পাওয়ার পরিবর্তন হলে
রাতজাগা অথবা ঘুম কম থেকে,
অতিরিক্ত কোনো আলোর মাঝে থাকলে ,
কোনো মানসিক চাপ থেকে, কোনো বিরক্তি থেকে
মাইগ্রেন থেকে,
গ্যাসের সমস্যা র জন্য
এগুলো মোটামুটি সহজ কারণ এছাড়া ও জটিল কারণ
যেমন:স্নায়ুজনিত কোনো সমস্যা,
মাথায় কোনো আঘাত লাগা,
মস্তিষ্কের প্রদাহ ইত্যাদী আরো কিছু কিছু জটিল অসুখ এরজন্য হতে পারে আমি সেগুলো সব আর লিখলাম না।
**আপনি ঠিক ভাবে বুঝতে চেষ্টা করুন কতটা সময় ধরে মাথাব্যথা হচ্ছে আপনার, সাথে আর কোনো উপসর্গ আছে কিনা?? ঠান্ডা গরম কিছু হচ্ছে কিনা। জ্বর আসছে কিনা। আবার চিকিৎসক কাছে যান আর সমস্যা গুলো ঠিকভাবে জানান । ঠান্ডা লাগা, সাইনাস এগুলোর জন্য মাথাব্যথা বারবার ঘুরে আসতে পারে।
popykhatun publisher