Answered 2 years ago
যারা ব্লগিং এ নতুন তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেকে সাইট খুলে ইনডেক্স হচ্ছে না বালে হতাশা হয়ে পড়েন। মূল কথা হচ্ছে- নতুনরা প্রথম দিকে ইডেক্স নিয়ে বেশি ব্যস্ত থাকে, কিন্তু সাইটটিকে যে একটি কার্যাকর করে তুলবে বা একটি গুরুত্বপূর্ণ সাইট হিসাবে প্রতিষ্ঠিত করবে সেই দিকে কোন খেয়াল রাখে না।
সাইট দ্রুত ইনডেক্স করার জন্য অনেকগুলো বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে। দেখা যায় যে, ব্লগারের অনেক পোস্ট ম্যানুয়ালী ইনডেক্স করলেও তা সার্চ রেজাল্টেটে প্রদর্শন করে অনেক দেরিতে। তাই দ্রুত ইনডেক্স করতে চাইলে সাইটকে আগে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে।
দ্রুত ব্লগ পোস্ট ইনডেক্স করার পদ্ধতিগুলো Home BD info তে বিশদভাবে দেওয়া আছে। সেখানকার Index সম্পর্কের বিষয়গুলো নিচে দেওয়া হলো।
দ্রুত Index করার জন্য যে পদ্ধতিগুলো প্রয়োগ করবেন-
১) সার্চ কনসোল এ সাইটম্যাপ জমা
২) ভাল মানের আর্টিকেল প্রকাশ
৩) নিয়মিত পোস্ট প্রকাশ
৪) ব্যাংলিং বৃদ্ধি করা
৫) সোশ্যাল নেটওয়ার্কিং ব্যবহার
৬) ওয়েবসাইটের গতি বৃদ্ধি
৭) এএমপি অপটিমাইটেজেশন
৮) পুরাতন পোস্ট আপডেট করা
৯) পিং করা ইত্যাদি।
premaislam publisher