দ্য ডার্ক নাইট চলচ্চিত্রে ফোনকে মাইক্রোফোনে পরিণত করে পুরো ঘরের প্রতিচ্ছবি পাওয়া সম্ভব দেখানো হয়েছে। এটি কি আসলেই সম্ভব? গুগলের পক্ষে কি সম্ভব?

1 Answers   11.4 K

Answered 2 years ago

আমরা যে সকল স্মার্টফোন ব্যবহার করি সেগুলো তরঙ্গ সংকেত পাঠাতে পারে আবার গ্রহণও করতে পারে কিন্ত তারপরও আমাদের স্মার্টফোনগুলো প্রতিফলিত তরঙ্গের উপর ভিত্তি করে প্রতিচ্ছবি তৈরি করার জন্য সংবেদী নয়।তাই আমাদের হাতে থাকা বর্তমান স্মার্টফোনগুলো “The Dark Knight” সিনেমার মতো ব্যবহার করা সম্ভব নয়।


Abu Jahid
abujahid
359 Points

Popular Questions