দোকান থেকে কিছু কেনার সময়ে দর করার ক্ষেত্রে কোন কৌশলগুলি মাথায় রাখা উচিত?

1 Answers   14.2 K

Answered 2 years ago

দরদাম করতে আমরা সকলেই ভালবাসি। আর বাঙ্গালীদের তো রক্তে মিশে আছে দরদাম করা। তবে অনেক ক্ষেত্রেই আমরা সঠিক দরদাম করে উঠতে পারি না। আর এইজন্যই মাঝেমাঝে পছন্দের জিনিস কিনেও সঠিক দামে কিনতে না পারার জন্য নিরাশ হতে হয়। আমি কিছু কৌশল উল্লেখ করব যেগুলি অনুসরণের মাধ্যমে আপনি একজন দক্ষ ক্রেতা হয়ে উঠতে পারবেন।

  • ছোট বাচ্চা সাথে নিয়ে কখনোই কেনাকাটা করতে যাবেন না। বাচ্চারা দোকান, শোরুমে বেশি দুরন্ত হয়ে ওঠে। আপনি সঠিকভাবে জিনিস পর্যবেক্ষণ করতে পারবেন না এবং শান্তভাবে দাম নির্ধারণ করতে পারবেন না। সেলস ম্যানেজার এই সুযোগগুলো ভালোভাবে ব্যবহার করেন।
  • যে জিনিসটা কিনতে যাচ্ছেন সেটির ব্যাপারে আগে থেকে ইন্টারনেট ব্যবহার করে বিস্তারিত তথ্য জেনে রাখুন। যেমন ধরুন আপনি যদি এয়ার কন্ডিশনার কিনতে যান তাহলে অবশ্যই কম্প্রেসরে ব্যবহৃত ধাতু, গ্যাস এবং নির্দিষ্ট ঘরের জন্য প্রয়োজনীয় এসির মানদণ্ড (১ টন, ২ টন) জানুন। সেলস ম্যানেজারদের সাথে দরকষাকষিতে সুবিধা হবে।
  • অধিক মূল্যের কোন জিনিস কিনতে হলে সর্বদা মাসের শেষদিকে কিনুন। সেলসম্যানরা নিজেদের বিক্রির টার্গেট সম্পূর্ণ করার জন্য বিশেষ ছাড় দিয়ে থাকেন।
  • কোন কিছু কেনার সবথেকে ভালো সময় হল দোকান খোলার একদম প্রথম দিকে অথবা দুপুরের দিকে। একটু বেশি রাত করেও যেতে পারেন। কিন্তু কখনোই বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলায় যাবেন না।
  • কোন জিনিসের প্রতি প্রয়োজনের অধিক আকর্ষণ দেখাবেন না। সর্বদা এরকম মনোভাব দেখান। আপনার ওই জিনিসটি প্রয়োজন, কিন্তু না পেলেও এই মুহূর্তে তেমন কোন ক্ষতি হবে না।
  • স্পষ্ট ভাবে নিজের মতামত জানাবেন। আপনি আপনার বিবেচনা মতই কোন জিনিসের দাম বলবেন।
  • একটির সাথে একটি ফ্রি জিনিস কখনই কিনবেন না। মনে রাখবেন এইভাবে দুটো জিনিসের দাম একটি জিনিসের মাধ্যমে নেওয়া হচ্ছে। উপরন্ত জিনিসটির গুণগত মান তেমন উন্নত হয় না।
  • নিজের চোখের লেভেলে রাখা কোন জিনিস কেনা থেকে বিরত থাকুন। মনে রাখবেন আপনার চোখের লেভেলে সর্বাধিক মূল্যের দ্রব্যটি রাখা হয়। নিচের দিকে অথবা ওপরের দিকে কম মূল্যের দব্য রাখা হয়।
Kabir Hasan
Kabir Hasan
624 Points

Popular Questions