Answered 2 years ago
ফোনের মডেল সার্চ করে সেটির স্টক রম বা ফার্মওয়্যার ডাউনলোড করবেন। যেখান থেকে ডাউনলোড করবেন সেখানেই ফ্ল্যাশ করার ইন্সট্রাকশন পাবেন। ফোনের চিপসেটের উপর ভিত্তি করে ফ্ল্যাশ করার পদ্ধতি এবং সফটওয়্যার গুলো ভিন্ন ভিন্ন হয়। যেহেতু এতগুলো পদ্ধতি এখানে লিখে দেয়া সম্ভব না তাই আপনাকেই আপনার ফোনেরটা খুঁজে বের করতে হবে।
প্রায় সকল ফোনের ফ্ল্যাশিং ইন্সট্রাকশন XDA Developers ওয়েবসাইটে পাবেন।
অনেক সময় ফোনের বুটলোডার লকড থাকে সেক্ষেত্রে ফ্ল্যাশের আগে বুটলোডার আনলক করে নিতে হবে।
ফ্ল্যাশ করার জন্য অবশ্যই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন। উইন্ডোজের জন্য সব ফ্ল্যাশিং টুল এবং ইউএসবি ড্রাইভার গুলো আপডেট করা থাকে। রাইজেন প্রসেসর যুক্ত পিসি ব্যবহার না করাই ভালো কারণ রাইজেন এর সাথে কিছু সফটওয়্যার প্রচুর গ্যাঞ্জাম করে।
না বুঝে উল্টাপাল্টা কিছু করলে ফোন ব্রিক হওয়ার সম্ভাবনা আছে। তাই যদি না বুঝেন তাহলে ফ্ল্যাশিং এর দোকান থেকেই ফ্ল্যাশ করে নিন। আর যদি ইংরেজি ইন্সট্রাকশন পড়ে বুঝতে পারেন তাহলে নিজেই করেন। কমন ফোন হলে ইউটিউবে ফুল ফ্ল্যাশিং টিউটোরিয়ালও পেয়ে যেতে পারেন।
শেষ কথা, আইফোন ফ্ল্যাশ দিতে চাইলে 3UTools ইন্সটল করেন পিসিতে। তারপর ফোন কানেক্ট করলেই সেখানে একের পর এক সব ইন্সট্রাকশন বলে দেয়া হবে আপনার ফোনের মডেল অনুযায়ী সেটা ফলো করলেই ফ্ল্যাশ হয়ে যাবে। তবে আইক্লাউড আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই জানা থাকা লাগবে।
munnisha05 publisher