দোকানে বাকি বিক্রি কীভাবে বন্ধ করা যাবে?

1 Answers   3.9 K

Answered 2 years ago

আকাশ কর্মকার, বাকি বিক্রি মানে কি ধার বলতে চাইছেন? যদি তাই হয় তাহলে বলব, ধার করা যেসমস্ত কাস্টমার এর নিত্যদিনের স্বভাব হয়ে গেছে তাদের ধার দেওয়া বন্ধ করুন। ঠকবেন ঠিক আছে কিন্তু ঠকতে ঠকতে নিজের গলা ডুবিয়ে দেবেন না ক্ষতি তে। কড়া হন, শক্ত হন।

Liton Sarkar
liton
437 Points

Popular Questions