দোকানদার বা ব্যবসায়ী সকাল ও মাগরিবের সময় বাকি লেনদেন করতে চায় না কেন?

1 Answers   13.7 K

Answered 2 years ago

একপ্রকার কুসংস্কার আর কী! সকালে যখন তারা বিসমিল্লাহ করে তখন বাকি তে পণ্য দিতে চান না,মনে করেন এটা তাদের জন্য একটা সারাদিনের কুলক্ষণ লাগায় দিবে, সারাদিন এইভাবে কাটবে লসের মধ্যে দিয়ে। অথচ তারা কোনো সাধারণ মানুষের উপকার করলে আল্লাহ খুশি হয়ে হয়তো তাকে বারাকাহ দান করত।মাগরিবের সময়ই এরকম কিছু..


Chamok
chamok
294 Points

Popular Questions