দেহে সুগন্ধি ব্যবহার করলে নারীরা পুরুষদের প্রতি আকৃষ্ট হয় কি?
15
0
1 Answers
13.2 K
0
Answered
3 years ago
দেহে সুগন্ধি মাখলে শুধু নারী নয়,পৃথিবীর যে কেউই আপনার প্রতি আকৃষ্ট হতে পারে।একই নিয়ম নারীদের ক্ষেত্রেও খাটে।যেসব নারীরা অত্যধিক সুগন্ধি মাখেন এবং অতিরিক্ত মেকআপ করেন,তাদের প্রতি ছেলেরা অন্য গড়পড়তা মেয়েদের তুলনায় বেশি আকৃষ্ট হন।
কে কেমন সুগন্ধি মাখেন এবং কোন ঘ্রানের সুগন্ধি ব্যবহার করেন,এটির উপর অনেকের পার্সোনালিটি ও রুচিবোধ প্রতিফলিত হয়।
নিজেকে সতেজ,প্রাণবন্ত,উচ্ছ্বসিত,সেক্সি,হট ও আত্মবিশ্বাসী করে তুলতে সুগন্ধি মাখার কোন বিকল্প নেই।
সুগন্ধি একজন মানুষকে চুম্বক এবং নেশার মত আকৃষ্ট করতে পারে।
নিজের ব্যক্তিত্বের স্বরূপ উন্মোচিত করতে রুচিশীল এবং মানানসই সুগন্ধি ব্যবহার করা বাঞ্ছনীয়।
Moushumi Hamid publisher