দেলোয়ার হোসেন সাঈদী,বঙ্গবীর কাদের সিদ্দিকী,মতিউর রহমান নিজামী এরা যদি রাজাকার খুনি যুদ্ধাপরাধী না হয় তাহলে আসল রাজাকার,যুদ্ধাপরাধী কারা? যুক্তিসঙ্গত উত্তর চাই?

1 Answers   13.1 K

Answered 2 years ago

প্রশ্নেই ব্যাপক ভুল রয়েছে। এবং ইতিহাস সম্পর্কে আপনার বিন্দুমাত্র পড়াশোনা নাই বলেই ধরে নিতে হচ্ছে।

তাই "যুক্তিসঙ্গত " বিষয় টিই আপনি বুঝবেন না বলে আমার ধারনা।

দেলোয়ার হোসেন সাঈদি এবং নিজামি রাজাকার হলেও বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজাকার নন।

তিনি কাদেরিয়া বাহিনীর প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন সময়ে এই ক্ষুদ্র অথচ লড়াকু বাহিনীটি সাহসিকতার জন্য স্বাধীনতাকামী জনসাধারণের কাছে সুপরিচিতি লাভ করে এবং নেতার নামানুসারে কাদেরিয়া বাহিনী নামে খ্যাতি লাভ করে। সে সময় কাদের সিদ্দিকী "বঙ্গবীর" এবং "বাঘা সিদ্দিকী" নামে পরিচিত হন।

Skandar Mia
skandermia
336 Points

Popular Questions