দুনিয়ার কোন খবর রাখেন কি আপনি?

1 Answers   4.3 K

Answered 2 years ago

দাজ্জালকে কোথায় কতল করা হবে জানেন?

ইহুদিদের দেশে সাদা স্বেত পাথরের বিশাল এক গেইট এর নীচে। সেই গেইট ইতিমধ্যে ইহুদিরা নির্মাণ করে ফেলছে তেলআবিব থেকে প্রায় পনের কিলোমিটার দূরে। গুগলে সার্চ দিলেই পাবেন ।

কে কতল করবেন জানেন?

হযরত ইসা আঃ, তিনি আকাশ থেকে দুই ফেরেশতার কাধে ভর করে সিরিয়ার দামেস্ক শহরের বিশাল মসজিদের সাদা মিনারে এসে নামবেন। খোঁজ নিয়ে জানলাম সেই বিশাল মসজিদ আজ থেকে ৭০০ বছর আগেই তৈরী হয়ে গেছে। একি স্থানে একি বর্ণনা অনুযায়ী, একদম হযরত আবু হুরায়রা রঃ এর বর্ণনানুযায়ী।

তখন সমুদ্রের নীচে আগুন থাকবে আগুনের নীচে পানি থাকবে। শুনতে আজিব লাগছে না তাই না? প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নীচ থেকে এখন ধাউ ধাউ করে আগুন বেরুচ্ছে।

তখন আরব দেশে বরফ জমতে থাকবে। গত দুই বছর ধরে সেটাই হচ্ছে।

তখন ইরাক সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে। সেখানে বিশাল এক স্বর্নের পাহাড় ভেসে উঠবে, এটা নিয়ে সবাই যুদ্ধ করবে। আজকে ফুরাত নদী প্রায় ৯৫ ভাগ শুকিয়ে গেছে, বিভিন্ন দেশের আর্মিরা সে জায়গাটা ঘিরে রেখেছে।

এর আগে ইমাম মাহদি (অর্থাৎ সু পথ প্রাপ্ত নেতা) আত্ম প্রকাশ করবেন। যার নাম হবে মোহাম্মদ, পিতার নাম আব্দুলাহ। তিনি হুবহুব হযরত মোহাম্মদ সঃ এর মতো সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হবেন। সুবহানাআল্লাহ।

ইমাম মাহদি যেদিন আত্ম প্রকাশ করবেন সেদিন হবে রোজ শক্রবার এবং মক্কার ১৫ রমজানের দিন। আশ্চর্যের বিষয় হলো

গত ২০১০ সাল থেকে মক্কার প্রতিটা ১৫ই রমজান ছিলো শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে জানতে পারবেন আগামী ২০২৪ সাল পর্যন্ত মক্কার প্রতিটি ১৫ রমজান হবে শুক্রবার।

কি মনে হয় কেয়ামত খুব দূরে?

আল্লাহ তায়ালা ভালো জানেন।আমাদের তো প্রস্তুত থাকা উচিত !!

আজ তৃতীয় বিশ্বযুদ্ধের অতি দ্বারপ্রান্তে বিশ্ব। তথাপিও নেই আমাদের হুঁশ।

হায়রে কেমন মানবজাতি আমরা, কেন আমরা এতোটা বেহুঁশ..!!!

Bappy Adnan
bappyadnan
334 Points

Popular Questions