দুধে জল মেশানো আছে কি না সেটা বুঝবেন কিভাবে ?

1 Answers   7.2 K

Answered 2 years ago

ঔষধের দোকান, যেমন ফার্মেসী বা অনেকসময় ডিসপেনসারি তে ল্যাকটোমিটার পেতে পারেন৷ সেটা দিয়ে পরীক্ষা করেই আসল বা নকল দুধ চিহ্নিত করতে পারেন৷ দাম বেশি না, ৬০-৭০৳ টাকায় শুরু,,, আছে হাজারখানেক পর্যন্ত৷ দাম অনুযায়ী সুবিধা৷ ৬০-৭০৳ টাকার গুলো এনালগ, দামী গুলো ডিজিটাল৷


ল্যাকটোমিটার ছাড়া আপনি কেনোভাবেই নিশ্চিত হতে পারবেননা দুধে পানি বা অন্য কিছু মিশানো আছে কিনা৷ কারণ অন্য কিছু দিয়ে যতই পরীক্ষা করেন, মন কচকচ করবেই৷ আর মনে কচকচানি থাকলে দুধে পানি থাক আর না থাক দুধওয়ালকে জেলহাজতে দিতে মন চাইবেই৷ তাই একটু কষ্ট করে টাকা খরচ করে দুধ পরীক্ষা করার যন্ত্র ল্যাকটোমিটার কিনে নিন, যাতে ঘনত্ব দেখে আসল নকল দুধ ও পানি চিহ্নিত করতে পারবেন৷


এনালগগুলোয় সেখানে একটি লাল দাগ দেয়া থাকবে, যন্ত্রটিকে দুধে ডুবালে এই দাগ পর্যন্ত ডুবলে তা দুধ, বেশি ডুবলে, "dal me kuch kala he" পানি আছে ধরে নিবেন৷


Prema Islam
premaislam
445 Points

Popular Questions