দুটি সংখ্যার গুণফল ৯৮। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ হলে সংখ্যা দুটির কী কী?
0
0
1 Answers
12.6 K
0
Answered
1 year ago
ধরা যাক , স্্খ্য্য দুটির, প্রথম টি -x ও দ্বিতীয় টি -y, সুতরাং প্রথম শর্তানুসারে x*y =98 ,বা x=98/y. আবার দ্বিতীয় শর্তানুসারে y =2x.বা x=y/2 . এখন প্রশ্নানুযায়ী 98/y=y/2 বা,y*y =98*2.বা, y*y =196 বা, y=√196,বা, y=14, অতএব দ্বিতীয় স্্খ্যা টি হল 14, সর্তানুসারে x=98/14, বা, x =7, _অতএব x=7,এব্্ y =14, নির্ণেয় উত্তর টি হবে,প্রথম স্্খ্যা টি =7, দ্বিতীয় স্্খ্যা টি , 14.
Suroviislam publisher