দুটি বরফখন্ড একত্রে চাপ দিলে জোড়া লেগে যায় কেন?

1 Answers   6.8 K

Answered 2 years ago

যেহেতু চাপ বাড়লে কঠিন বরফের গলনাঙ্ক বা জলের হিমাঙ্ক কমে যায়, সেহেতু দুটি বরফখণ্ড একত্রে চাপ দিলে মাঝের দুটি বরফখণ্ডের সংযোগস্থলে গননাঙ্ক কমে যাবার জন্য কিছুটা বরফ গলে যায়।

আবার ঐ চাপ প্রত্যহার করলে সংযোগস্থলের চাপ কমে গেলে হিমাঙ্ক বেড়ে গেলে ঐ দুটি বরফখণ্ডের সংযেগস্থলের গলে যাওয়া জল আবার বরফে পরিনত হয়,ফলে ঐ দুটি বরফখণ্ড জোড়া লেগে যায়।


Sagor Ahmed
Sagor Ahmed
780 Points

Popular Questions