দুই মাস পরে কর্নাটক বিজেপির দখলে যাবে না, এর কি গ্যারান্টি আছে?

1 Answers   4.6 K

Answered 1 year ago

সেটা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।

কারন এখানে পরিস্থিতি ত্রিশঙ্কু নয়, কংগ্রেস পরিস্কারভাবেই সংখ্যাগরিষ্ঠ। ১৩৬-৬৬। অর্থাৎ আসনের বিচারে বিজেপি দ্বিগুনের বেশী ব্যবধানে পেছনে।

আর যদি অষ্টম আশ্চর্য ঘটিয়ে পরে যদি বিজেপি তা দখল করে তাহলে বুঝতে হবে যে বিজেপি নেতৃত্বের কাছে জনমত বা গনতন্ত্রের বিন্দুমাত্র দাম নেই।

Rocky Ahmed
rockyahmed
185 Points

Popular Questions