Answered 2 years ago
দুই থেকে তিন লাখ টাকা যদি আপনার পুঁজি হয়, তাহলে বিনিয়োগ করার কল্পনা একদম বাদ দিন, বরিং ঐ টাকা দিয়ে নিজেকে একটা কাজ দেন। আপনার উপার্জনটা হবে আপনার কাজ থেকে পাওয়া মজুরী, কিন্তু পুঁজি থেকে পাওয়া সামান্য কিছু লাভের বেশি নয়।
একটা উদাহরণ দিচ্ছি। আপনি মেট্রো শহরের বাইরে দেড় থেকে দুই লাখ টাকা দিয়ে একটা ব্যাটারিচালিত অটো কিনতে পারেন। আপনি যদি এটা ভাড়া দিতে চান, তাহলে ধরুন মাসে ৯০০০ থেকে ১২০০০ টাকা ভাড়া পেতে পারেন, কিন্তু ঝুঁকি খুব বেশি যে ড্রাইভার আপনার গাড়ী নিয়ে পালিয়ে যাবে। আপনার যেহেতু পুঁজি কম, এটা নিজ নিয়ন্ত্রণে রাখুন। গাড়িটা নিজেই চালান। জেলা শহরের ধারেকাছে চালালে মাসে ৩০০০০ টাকা আয় করতে পারবেন। তার মাঝে নিজের শ্রমের জন্য ধরবেন ২৪০০০, আর পুঁজির জন্য ধরবেন ৬০০০। হিসবটা একটু জটিল। আপনি মালিক হিসাবে যদি ১০০০০ টাকা ভাড়া পান, তার সবটাই আপনার আয় নয়, কারণ গাড়ী মেরামত ও মেইন্টেইন করতে আপনার অনেক টাকাই চলে যাবে। দেখবেন প্রতি বছরই আপনাকে ৪০০০০ -৪৫০০০ টাকা দিয়ে নতুন ব্যাটারি সেট কিনতে হচ্ছে। আর গাড়ির লাইসেন্স আপনি চাইলেও পাবেন না, কাজেই নানা গুরুজনের জন্য আপনার খরচ হবে। টুকিটাকি খরচ চলতেই থাকবে।
আমা র পরামর্শঃ ৫০ লাখ টাকার কম পুঁজি থাকলে নিজেকে পুঁজিপতি না ভেবে শ্রমিক হিসাবে ভাবুন। ৫০ লাখ টাকার চেয়ে এক টাকাও কম পুঁজি থাকলে সেটা সবটা নিজের নিয়ন্ত্রণে রাখুন, যাতে ঐটা কেউ নিয়ে যেতে না পারে। আপন ভাই ভাগিনা ভাতিজা ভগিনি আর ভগিনিপতির থেকে বড় দুরত্ত্বে থাকুনঃ যা্রা আপনাকে পুঁজি দেয়নি, তাদের কথা ভাবার সময় আপনার থাকা উচিত নয় (কিন্তু আপনার মামা বাবা, ছো্ট ভাইবোন , নিজের স্ত্রী-সন্তান অবশ্যই আপনের রুজি খাবে)। তবে পুঁজির পরিমাণ ৫০ লাখের বেশি হলে আপনি অন্যদের উদ্ধার করার চিন্তা করতে পারেন, আর কিছু টাকা মারা যাবার জন্য অন্যদেরকে দিতে পারেন।
দুই তিন লাখ টাকা থাকলে নানা রকম জিনিস কিনে বেচার চেষ্টা করতে পারেন, কিন্তু তার আগে বছর খানেক কোন দোকানে চাকরের মত থেকে কাজ শিখুন, ব্যবসার গোপন গোমড় জেনে নিন। ব্যবসা অত সহজ নয় যে আপনি মাল কিনলেই বেচতে পারবেন। লাভ করে কিছু বেচা এতই কঠিন যে লোকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে মার্কেটিং শিখে।
আপনি মাসে ৩০-৪০ হাজার রুজির টার্গেট দিচ্ছেন কেন? চাইলেই কি সব হয়? মাছের ব্যবসা করতে পারলে আপনি তিন লাখ টাকা পুজি নিয়ে মাসে এক লাখ টাকাও আয় করতে পারবেন, কিন্তু দুনিয়া এতো কঠিন যে আপনি খুন হয়ে যেতেও পারেন। সব ভেবেচিন্তে নামুন।
tofiqali publisher